নিখোঁজের ৩ দিন পর মানসিক প্রতিবন্ধির লাশ উদ্ধার
অনিক সিকদার
বালিয়াকান্দি প্রতিনিধি
নিখোঁজের ৩দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার গড়াই নদী থেকে মানসিক প্রতিবন্ধি কাইয়ুম শেখ (১৯) ভাসমান লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
কাইয়ুম শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুদলার চর গ্রামের শুকুর আলী শেখের ছেলে। এর আগে আজ সকালে গড়াই নদীকূল এলাকার মানুষ অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা লাশ উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে জানান,খবর পেয়ে সাথে সাথে আমরা লাশটি উদ্ধার করি। শনিবার, ২৭ এপ্রিল বিকেলে তার পরিবার বালিয়াকান্দি থানায় এসে লাশ সনাক্ত করেছে।
জানা যায়, শনিবার সকালে গড়াই নদীর কোনাগ্রাম এলাকায় অজ্ঞাত যুবক (১৯) স্থানীয় লোকজন ভাসমান লাশটি দেখে, তারা বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, থানার এস,আই তিলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। অজ্ঞাতনামা লাশ হওয়ায় পরিচয় সনাক্ত করতে ব্যাপক তৎপরতা চালানো হয়। আজ শনিবার বিকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুদলার চর গ্রামের শুকুর আলী শেখ থানায় এসে তার ছেলে বলে সনাক্ত করেন।
নিহতের পিতা শুকুর আলী শেখ জানান, কাইয়ুম শেখ (১৯) মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে মাঝে মাঝে শিকল দিয়ে বেধে রাখা হতো। ৩দিন পুর্বে গ্রামে একটি ফাতেহা অনুষ্ঠান খেয়ে আসার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে বালিয়াকান্দি থানায় এসে লাশ সনাক্ত করেন তার ছেলে।
টাইমস বিডি 24