আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ডেস্ক রিপোর্ট:: সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বেড়িবাঁধের প্রত্যাশা ব্রিজ সংলগ্ন এলাকার এননটেক্স গ্রুপের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান রোমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
টাইমস বিডি টুয়েন্টিফোর | সিসি