আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন
বিশেষ প্রতিনিধি:: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি-সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাড়ে ৭ হাজারের বেশি কাউন্সিলর।
সভাপতি-সম্পাদকসহ যারা এবার নির্বচিত হয়েছেন তারা হলেন
সভাপতি: শেখ হাসিনা
সাধারণ সম্পাদক: ওবায়দুল কাদের
যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ড. হাসান মাহমুদ, দীপু মনি।
সাংগঠনিক সম্পাদক: আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
প্রচার ও প্রকাশানা সম্পাদ : ড. আবদুস সোবহান গোলাপ
দপ্তর সম্পাদক: ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া
প্রেসিডিয়াম সদস্য
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুউল্লাহ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, ফারুক খান, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযুস কান্তি ভট্টাচার্য। এদের মধ্যে নানক ও আব্দুর রহমান সদ্য বিলুপ্ত কমিটিতে যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
এর আগে কণ্ঠভোটে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। নবম বারের মতো এ পদে নির্বাচিত হলেন শেখ হাসিনা। এ ছাড়া টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।
সকাল ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই।
টাইমস বিডি টুয়েন্টিফোর | কাওসার