নির্বাচিত হলে প্রতিটি দিন জনগণের সেবায় নিবেদিত থাকবো: আলহাজ্ব আব্দুর রহমান
নিজস্ব প্রতিনিধি :: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত ঢাকা দক্ষিণ এর মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেছেন, নির্বাচিত হলে আগামী ৫ বছরের প্রতিটি দিন জনগণের সেবায় নিবেদিত থাকবো। আজ শনিবার সকাল ১০টায় হাতপাখা মার্কার সমর্থনে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন গেন্ডারিয়া থানা অফিস থেকে গণসংযোগটি শুরু হয়ে গেন্ডারিয়া থানার সামনে দিয়ে শাখাই নগর রোড, গেন্ডারিয়া হাই স্কুল মোড় হয়ে সাধনা রোড দিয়ে ধুপখোলা বাস স্ট্যান্ড।
সেখান থেকে আজগর আলি হসপিটাল হয়ে কদম রসুল মসজিদ এর সামনে দিয়ে দয়াগঞ্জ মোড় হয়ে ইবনে সিনার সামনে দিয়ে বটতলা হয়ে করাতিটোলা চৌরাস্তা।
সেখান থেকে দয়াগঞ্জ বাজার মসজিদের সামনে দিয়ে চৌরাস্তা হয়ে মুরগিটোলা। অতঃপর লোহার পুল ক্লাব, রজনী চৌধুরী রোড দিয়ে বাগিচা লোহারপুল মসজিদের সামনে দিয়ে খালপাড় হয়ে মটনার গলি, কাপড়া নগর।
সেখান থেকে মিলব্যারাক হয়ে সি এস ডি গোডাউন এর সামনে দিয়ে নদীর পাড় মোড় দিয়ে মামার মাজারের সামনে দিয়ে মাইট্টারপুল হয়ে ফরিদাবাদ স্কুলের গলি দিয়ে বের হয়ে ফরিদাবাদ মাদ্রাসায় এসে গণসংযোগ শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরপ্রার্থী সহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব শাখার নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, গেণ্ডারিয়া থানা শাখার সর্বস্তরের নেতা কর্মীগণ।
টাইমস বিডি টুয়েন্টিফোর | তসলিম