হে প্রভু! সঠিক-সরল পথে মোদের পরিচালিত কর
মাওলানা আমিনুল ইসলাম :: মহান প্রভুর কাছে ফরিয়াদ একটাই, তিনি যেন আমাদের সঠিক-সরল পথে পরিচালিত করেন। কোন ভ্রান্ত পথে যেন আমাদের নেন না। যেটা গোমরাহীর রাস্তা, যে পথে নবী গণ,শহীদগণ, সিদ্দিকগণ, এবং সালেহীনে কেরাম চলেন নি, সে পথে যেন আমরা না চলি।
বর্তমান সময়টা ফেতনার যুগ। চতুর্মুখি ফেতনা। এক ফেতনা শেষ হতে না হতে আরেক ফেতনার আভির্ভাব হয়। ইসলাম ও মুসলিমের উপর নানান ষড়যন্ত্র। বিভিন্ন ধরনের বালা- মুসিবত নেমে আসছে।
বিশেষ করে হালজামানা গুলোতে ইসলামের নাম দিয়ে নানা ধরনের ফেতনার আবিস্কার হয়েছে। এক শ্রেণীর লোক ইসলামের নাম দিয়ে তলে তলে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। কাফের- বেদ্বীনের দল যতটুকু ইসলামের ক্ষতি করতে পারেনি, তার চেয়ে বেশী ক্ষতি করছে,ঐ সব মুখোশধারী লোকজন।
মুখোশ ধারী লোকেরা কোরআন – হাদীসের অপব্যাখ্যা করে যাচ্ছে। নিজেকে ইসলামের স্কলার দাবী করে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে গোমরাহীর দিকে ধাবিত করছে। আমাদের দেশের হাজার হাজার অবুঝ লোক ছুটছে সেদিকে।
ইসলামের বিভিন্ন বিষয়ের অপব্যাখ্যা দিচ্ছে ওসব লোক। শরীয়াতের বিভিন্ন সিদ্ধান্তবলী তারা মনগড়া কায়দায় উপস্হাপন করছে মানুষের সামনে। কোরআন – হাদীস এবং সলফে সালেহীনদের মত- পথ উপেক্ষা করে মনগড়া মতবাদ চালিয়ে দিচ্ছে সমাজের মাঝে।
বড় আফসোস! ওরা দাবী করে শিক্ষিত, দাবী করে ইসলামী স্কলার। কিন্তু ফতোয়া দেয় ভুল। মানুষকে বক্র রাস্তায় তারা ঠেলে দেয়। সমাজের মাঝে বিভেদ সৃষ্টি করে।
আমাদের এই ছোট্ট বাংলাদেশ। আগে কোনদিন এরকম ফেতনা আমরা দেখিনি। হয়ত ভিনদেশী ফেতনার বাতাস মাঝে মাঝে লাগত। যেমন কাদিয়ানী আর মওদুদী ফিতনা, অন্য দেশ থেকে আবিস্কার হয়ে বাংলাদেশে গেড়ে বসেছে। বর্তমানে তো ঐ সকল ফেতনার আশির্বাদ পুষ্ট হয়ে আমাদের এই দেশে রমরমা ভাবে এগিয়ে যাচ্ছে।
ওরা ভুলিয়ে – ভালিয়ে মানুষকে সোজা রাস্তা থেকে বিচ্যুতি ঘটিয়ে ওদের বাতিল লাইনে নিয়ে যায়। মধুমাখা কথার ফাঁদে পা দিয়ে সাধারণ জনতার ঈমানে আঘাত করে।
মওদুদী – কাদিয়ানী ছাড়াও আরো বিভিন্ন ফেতনার রুপ বাংলাদেশে। ওরা ঐ সকল ফেতনার থেকে কম নয়। ওরাও কোরআন- হাদীসের অপব্যাখ্যা কারী। কিছু আছে জিহাদের অপব্যাখ্যা দেয়। জিহাদ আর সন্ত্রাসকে গুলিয়ে ফেলেছে। সন্ত্রাসী কর্মকান্ডকে জিহাদ বলে চালিয়ে দিতে চায় তারা। ওদের আচরণে জিহাদের মত একটা পবিত্র বিষয়কে বিতর্কিত করে ফেলেছে। বহু সরল প্রাণ যুবককে বিপদগামী করে দিচ্ছে তারা।
পীর পুজা,মাজার পুজা তো আছেই। আবার সেই সাথে লা- মাজহাবী নামে, আরো বিভিন্ন নামে জায়গায় জায়গায় প্রকাশ পাচ্ছে। কত ধরনের ভেল্কিবাজী আছে আমাদের দেশে তার হিসেব করা কঠিন।
মানে নানান ফেতনায় জর্জরিত আমরা। ঈমান ও সহী আকিদার উপর টিকে থাকা খুবই কষ্ট। এক মাত্র মহান প্রতিপালকের অনুগ্রহ ছাড়া কোন ভাবে সম্ভব নয়। আল্লাহ খাছ মদদ ছাড়া সঠিক- সরল পথে চলা সম্ভব নয় কারো।
এজন্য মহান রবের দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের সঠিক রাস্তায় পরিচালিত করেন।
” ইহদিনাছ ছিরাতাল মুছতাকিম” হে দয়াময় আল্লাহ! তুমি আমাদের সঠিক- সরল পথ দেখাও। আমিন।
টাইমস বিডি টোয়েন্টিফোর | বার্তা কক্ষ