২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে টাইমস বিডি টোয়েন্টিফোর
মানসুর আহমদ সাকী
প্রিয় পাঠকবৃন্দ
শুভেচ্ছা ও মোবারকবাদ । আজ টাইমস বিডি টোয়েন্টিফোর ডটকমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী । অর্থাৎ ৩য় বছরের পথচলা শুরু। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো অন্ত নেই। আপনাদের সহযোগিতা আর আন্তরিকতার কারনেই আজ টাইমস বিডি টোয়েন্টিফোর ডটকম জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনলাইন নিউজ জগতে ব্যপক সাড়া তৈরী করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ ।
অনলাইন পোর্টাল দৈনিকই পাঠকদের সামনে উপস্থাপন হয়, বলা যায় নির্বাচনের প্রার্থীর মতো। দৈনিকই তার জরিপের দিন। পাঠকবৃন্দ সিদ্ধান্ত নেন, কতটুকো অগ্রগতি বা অবনতি হল। আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা শতবাগ পূরণ করতে না পারলেও আমরা কিছুটা অগ্রগতির পথেই চলছি। টাইমস বিডি টোয়েন্টিফোর ডটকম এর ভিউয়ার্স প্রতিদিন অবিরাম বেড়েই ছুটছে। যা আমাদের পথচলায় প্রেরণা জোগায়।।
সকল শ্রেনী পাঠক মহলের সহযোগীতায় বিগত ২ বছরে টাইমস বিডি টোয়েন্টিফোর ডটকম নিরপেক্ষ ও বস্তুুনিষ্ঠ সংবাদের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে দাড় করানোর চেষ্টা করে গেছে। তবে সার্বিক অবস্থা বিচারের অধিকার শুধুই পাঠকবৃন্দগনের।
টাইমস বিডি সব সময় ব্যক্তিত্ব, সচেতন ও দায়িত্ববোধ সম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়াস করে চলছে, তাই সকল প্রকার উগ্রতা ও অসামাজিকতা দূরে ঠেলে নিউজ পোর্টালে একটি সুষ্ঠু সুন্দর অবয়ব গড়ে তোলার চেষ্টা করে আসছে।
আমরা এই বৎসর বড় পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার টার্গেট করে কিছু কাজও অগ্রসর করে রেখেছিলাম। কিন্তু বিশ্ব আজ করোনা ভাইরাসের সংক্রমণের কারনে থমকে দাঁড়িয়ে আছে! তার সাথে আমাদের প্রিয় বাংলাদেশও আজ নিরাপদ নয়! বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী একাধিক ঘটনায় দেখা গেছে করোনা আক্রান্তরা কার সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছেন তা আর এখন নির্ণয় করা যাচ্ছে না, যা কমিউনিটি ট্রান্সমিশনের লক্ষণ৷
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অল্প কিছু মানুষকে পরীক্ষার আওতায় নিচ্ছেন ৷ বড় অংশটিই এর বাইরে থেকে যাচ্ছে৷ তাদের সবাইকে পরীক্ষার আওতায় আনা গেলে বাস্তব পরিস্থতি বোঝা যেতো ৷ নো টেস্ট, নো করোনা- এই নীতি কোনেভাবেই ঠিক না৷ সংবাদমাধ্যমসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশে করোনা কমিউিনিটি ট্রান্সমিশন পর্যায়ে পৌছে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ তারা বলেন, সরকারের সঠিক নীতির অভাবে লাখ লাখ লোক যে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেলেন, তাতে পরিস্থিতি কী দাঁড়ায় বলা খুবই মুশকিল। আসুন আমরা দেশের এই ক্লান্তিলগ্নে সকলে সচেতন হই অন্যকে সচেতন করি, অসহায় মানুষের পাশে দাড়াই।।।
পরিশেষে পাঠকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিগত দিনগুলোতে আমাদের পাশে থেকে অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের জন্য। সত্য ও সুন্দরের পথে সবাইকে স্বাগতম।
লেখক
মানসুর আহমদ সাকী
সম্পাদক
টাইমস বিডি টোয়েন্টিফোর ডট কম
টাইমস বিডি টোয়েন্টিফোর | এমটিইউ