রমজানে ইবাদতের মাধ্যমে বিশ্বকে করোনা মুক্ত করার আহ্বান মোদির
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেডিওতে ‘মন কি বাত’ (মনের কথা) অনুষ্ঠানে রমজান মাসে আরও বেশি করে ইবাদতের মধ্য দিয়ে বিশ্বকে করোনা মুক্ত করার আহ্বান জানিয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ওই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘রমজানের পবিত্র মাসের সূচনা হয়েছে। গতবার যখন রমজান পালন করা হয়েছিল, কেউ ভাবতেও পারেনি যে এবার রমজানে এতবড় মুসিবত, বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। কিন্তু এখন যখন গোটা বিশ্বে এই বিপর্যয় এসেছে, আমাদের সামনে সুযোগ এসেছে এই রমজানকে সংযম, সদ্ভাবনা, সংবেদনশীলতা এবং সেবার প্রতীক করে তোলার। এবার আমরা আগের চেয়ে আরও বেশি ইবাদত করি যাতে ঈদ আসার আগে বিশ্ব করোনা মুক্ত হয়ে যায়। এবং আমরা আগের মতোই উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদ পালন করতে পারি। আমার বিশ্বাস আছে রমজানে দিনগুলোতে স্থানীয় প্রশাসনের নির্দেশ পালন করে করোনার বিরুদ্ধে চলমান এই লড়াইকে আমরা আরও শক্তিশালী করব।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (২৫ এপ্রিল) রমজান মাসের শুভেচ্ছা বার্তায় বলেন, ‘রমজান মুবারক! আমি প্রত্যেকের নিরাপত্তা, মঙ্গল এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। আশাকরি পবিত্র এই মাস সম্প্রীতি, সহানুভূতি এবং দয়ার প্রাচুর্য বয়ে আনবে। আশাকরছি আমরা কোভিড-১৯-এর বিরুদ্ধে জারি এই যুদ্ধে নিশ্চিত বিজয় লাভ করতে পারব এবং একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলতে পারব।’
মোদি অনুষ্ঠানে আরও বলেন, ‘শহর হোক বা গ্রাম, সর্বত্র এই মহামারীর বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছেন। কেউ গরিবদের খাওয়াচ্ছেন, কেউ মাস্ক তৈরি করছেন, জমি বিক্রি করে ত্রাণের টাকা জোগাড় করছেন, অনেকে আবার পেনশনের টাকা পর্যন্ত করোনার জন্য দান করছেন। কেউ যাতে অভুক্ত না থাকে, সেটা নিশ্চিত করছেন দেশের কৃষকরা।’
ব্যবসাক্ষেত্র, অফিস, শিক্ষাকেন্দ্র বা স্বাস্থ্যক্ষেত্র সর্বত্রই করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি চলছে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন। পার্সটুডে।