করোনার দুর্যোগে অসহায়দের পাশে লোটাস-বাড স্টুডেন্টস ফোরাম
মোঃ কাউছার আহমেদ
বিশেষ প্রতিনিধি
করোনার দুর্যোগে দেশের দুস্থ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন চাঁদপুরের মতলব (দক্ষিণ) উপজেলার কালিকাপুর গ্রামে প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের সংগঠন লোটাস-বাড স্টুডেন্টস ফোরাম।
করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতামূলক সেবার পাশাপাশি শুক্রবার(২৪এপ্রিল)যেসব নিম্নমধ্যবিত্ত কর্মজীবী মানুষ কাজ বন্ধ থাকায় উনুনে হাড়ি তুলতে পারছেনা,আবার লোকলজ্জায় হাত পাততেও পারছেনা এমন পরিবারেও নিশ্চুপে ত্রাণ পৌছে দিয়েছে তারা।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসাইন বলেন, আমরা প্রায় দেড় শতাধিক পরিবারের ঘরে এখাবার পৌঁছে দিয়েছি। লকডাউনে খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে না পারায় সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আমরা এ পদক্ষেপ নিয়েছি।
সংগঠনের সকল সদস্য ব্যক্তিগতভাবে একটি তহবিল গঠন করে স্থানীয়ভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।
প্রতিষ্ঠাকাল থেকে অসহায় ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাদান সহ সামাজিক ও ধর্মীয় কাজে ব্যাপক সুনাম রয়েছে এই সংগঠনটির। যেকোনো সময় এমন কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় সংগঠনের পক্ষ থেকে।