দেশে করোনায় নতুন আক্রান্ত ৩২০০ জন, মৃত্যু ৪৬
ডেস্ক রিপোর্ট
দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট ৩ হাজার ৭৪০ জনের প্রাণহানি হলো। আর এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১৬৪তম দিনে মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬৩ হাজার ৮২৫ জন।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।