ব্রাজিলে মৃত্যু ছাড়ালো ১ লাখ ২০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ২৬২ জনে দাঁড়ালো।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, নতুন করে এই ভাইরাসে আরও ৪১ হাজার ৩৫০ জন রোগী শনাক্ত হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ছাড়ালো।
শনাক্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। সম্প্রতি দেশটিতে শনাক্ত ও মৃতের সংখ্যা কমেছে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।
তবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরকারি হিসেবের চেয়ে ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি।