ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
পারভেজ হোসাইন
লক্ষ্মীপুর প্রতিনিধি :: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
আজ (বুধবার) সকাল ১১টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন রাজুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এর আগে, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার সকালে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে এ অধ্যাদেশ জারি করেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়ানোর অনুমোদন হয়। সংশোধন করা হয় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’।