ভোলায় হাতপাখার প্রার্থীর উপর আওয়ামী লীগ সমর্থকদের নৃশংস হামলা
মিজানুর রহমান
ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের উপ-নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা তোফায়েল আহমেদের উপর একই ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী ফরহাদ হোসেন মুরাদের সমর্থক কর্তৃক অতর্কিত নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১০ টার দিকে দলীয় পরামর্শ সেরে বাড়ি ফেরার পথে তার উপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
এ হামলায় মারাত্মকভাবে আহত হন হাতপাখার চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ।তাকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে দাড়িয়েছেন আলহাজ্ব তোফায়েল আহমেদ। অপরদিকে নৌকা প্রতীকে দাড়িয়েছেন ফরহাদ হোসেন মুরাদ।
এ বিষয়ে ইসলামী যুব আন্দোলন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুছা কালিমুল্লাহ বলেন, গত কয়েকদিন আগে থেকেই স্থানীয় আওয়ামীলীগ নেতারা ইসলামী আন্দোলনের প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা সহ বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি তাকে প্রার্থীতা উঠিয়ে নেওয়ার জন্যও কঠোর চাপ দিয়ে আসছে।
এ বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার নেতৃবৃন্দসহ দুদিন আগে স্থানীয় প্রশাসন ও জেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন এবং ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানালে নির্বাচন অফিস থেকে ইসলামী আন্দোলনের প্রার্থীকে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। কিন্তু তারপরও হাতপাখার প্রার্থীর উপর রাতের আধারে বর্বোরচিত হামলা করেছে আওয়ামী লীগ সমর্থকরা।
শুধু তাই নয় তার উপর বর্বর হামলা করে তাকে মাটিতে ফেলে রেখে মোটরসাইকেল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায় এবং নির্বাচনে প্রতিদ্বন্ধিতা না করার হুমকিও দেয়।
এদিকে এ ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের ভোলার নেতৃবৃন্দ। এ বিষয়ে তারা আজ সংবাদ সম্মেলন করাসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে কঠোর প্রতিবাদ ও আন্দোলনের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।