বোতামহীন শার্ট
বোতামহীন শার্ট
–ছালিক আমীন
নারী একটা “অলঙ্কার।”
নারী কে কজনই “অলঙ্কার” হিসেবে চেনে
বলতে পার?
জানি, কিছু ভুল উপমা দিয়ে নারী কে অপমান করতে যাবে
থাক্। বলতে হবে না। আমার থেকেই শোনো-
আমি নারী কে ভীষণ ভালোবাসি
ভালোবেসে নারীর জন্যে নিজের অস্তিত্ব বিলাই
পথ-প্রান্তরে…
ইদানিং ভালোবেসে ভাবছিলাম-
নারী কে সঙ্গী করেই নিজেকে গুছাবো
গুছিয়ে নেব-
কবিতার অর্ধশত পান্ডুলিপি।
তারপরে চিনিয়ে নেব-
রবীন্দ্রনাথের মত একটা নোভেল-পুরুষ্কার।
কিন্তু না, কিছুই হলো না।
কারণ, নারীর দেওয়া বোতামহীন শার্ট
আমাকে বড্ড বেপরোয়া করে তুলেছে
বানিয়েছে-
একজন ঘরহীন ঘরের মানুষ।
আমি এখন—অনেকের হৃদয়ের গান
গান এবং কবিতার মধ্য দিয়েই-
মানুষের দুঃখ কুড়াই।
অতঃপর–
পর কে, আপন করে নেই, ভালোবাসার সুবাস দিয়ে।
নারী তারপরেও একদিন এসো
এসে ঘুরে যাও আমার জঞ্জাল বুকে
আমি তোমার জন্যে বাসর সাজিয়েছি
বেশ কিছু রোমান্টিকতা দিয়ে।