টাংগাইলের ঘাটাইলে কবি, লেখক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মো: আ: হামিদ টাংগাইল জেলা প্রতিনিধি:- গতকাল ২২শে মার্চ (শুক্রবার) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন গারোবাজার সংলগ্ন শালিয়াবহ গ্রামের সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে আন্তর্জাতিক কবি-লেখক মিলন মেলা ও কবিতা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কবি মতিয়ারা মুক্তা (মাটির মা) ক্লাবের আয়োজনে বর্নাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বাংলাদেশ সহ কয়েকটি দেশের মহান, জ্ঞানি, গুনী, মহৎ ব্যক্তিসহ কবি লেখক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। শুক্রবার সকাল থেকে রাত্রি পর্যন্ত তিন ধাপে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দেন শত শত লোকজন৷
ঘাটাইলে কবি-লেখক মিলন মেলায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের এস এম মজিবর রহমান৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতজ ও কবি গবেষক শামীম রুমি টিটন৷ আরো
আলোচক হিসেবে ছিলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক টিপু রহমান ও আনোয়ার মজিদ৷ অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও সমাজ সেবিকা রাবেয়া রুবি৷ উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের নির্বাহী সভাপতি আবু বকর সিদ্দিক ও মোঃ মাহনুন্নবী জ্যোতি৷ স্বাগত বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের কেন্দ্রিয় সভাপতি মাইদুল ইসলাম মুক্তা৷ এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ফোরামের সহ-সভাপতি সালমা বেগ, টাঙ্গাইল জজকোর্টের পিপি এস আকবর খান, মামুনুর রশিদ ও রোকসানা সুখী৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগের কবি লেখক ফোরামের সভাপতি শের আলী শেরবাগ , নুরনাহার নীরু, নাসরিন বেগম নাজ, আবু নাসের সিদ্দিক তুহিন, সৈয়দ আছলাম হোসেন, আসকাফুর তানভীর, শাহনাজ শারমিন শিউলী, ড. মমতাজ বেগম, শফিকুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, মাহফুজা শামা, নুরুল ইসলাম বাদল, গিয়াস আরিফ, শামিম মিয়া, মঞ্জুর খান প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক মতিয়ারা (মুক্তা) জানান, অক্লান্ত পরিশ্রমে গরীব দুঃখীর জন্য গড়ে উঠেছে ‘মাটির মা ক্লাব’ এবং সারা বাংলাদেশের প্রতিটা জেলায় গড়ে উঠেছে ‘মাটির মা অনলাইন ক্লাব’। আমার ইচ্ছা বাংলাদেশ নয় সারা বিশ্বের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। ইচ্ছে থাকলেও অনেক সময় নিজে পেড়ে উঠিনা। তিনি আশা ব্যক্ত করেন, মাটির মা নামে হাসপাতাল, স্কুল, কলেজ, ভার্সিটি, গন্থাগারসহ হাজারো সেবা মুলক প্রতিষ্ঠান হবে। তিনি সে দৃঢ় প্রত্যয় ও আদর্শ্য নিয়েই কাজ করে চলেছেন, ইতিমধ্যে যথেষ্ট সাড়াও পেয়েছেন।