খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির গণ-অনশন ও দোয়া মাহ্ফিল
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুস্থতা কামনায় গণ-অনশন ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি আয়োজনে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ কর্মসুচির আয়োজন করে। এসময় জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারন সম্পাদক আব্দুল মালেক এবং বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণ-অনশন কর্মসুচিতে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করেন। পরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।