দাবি মেনে নেয়ার শর্তে অনশন ভঙ্গ করলো রাবি শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে প্রবেশাধিকারসহ গ্রন্থাগার সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অনশনে একাত্মতা পোষণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এরই সাথে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তখন বলেন, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির সাথে সবসময়ই পাশে আছে ছাত্রলীগ।
উল্লেখ্য, রবিবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল ফটকে তালা ঝুলিয়ে তারই সামনে “গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে ঢোকার অনুমতি, অধ্যয়ন সময় বৃদ্ধি” সহ বিভিন্ন দাবিতে অনশন করে শিক্ষার্থীরা ।