সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় অনুশাসন মানা ছাড়া বিকল্প নেই
মাওলানা আমিনুল ইসলামঃ বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে চরম আকারে। মানবতা আজ চরম সংকটে। মনুষ্যত্ব বোধ উঠে গেছে। মানুষের মধ্যে বিরাজ করছে পশুত্বের স্বভাব।
মানুষে মানুষে লড়াই।খুনোখুনি। ধর্ষন।ইভটিজিং। চুরি, ডাকাতি। ছিনতাই। অন্যের ধন সম্পদ দখল। মোটকথা সকল অপরাধ মুলক কাজ সমাজে ছেয়ে গেছে। এ সব অনৈতিক কাজ গুলো পাল্লা দিয়ে চলছে সমাজে।
ইতিপুর্বে কখনো আমরা এরকম হতে দেখিনি, যে সব অপরাধ মুলক কাজ গুলো বর্তমানে হচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, অন্যায় অত্যাচার। নিরীহ মানুষদের মাঝে নাভিস্বাস উঠে যাচ্ছে।সাধারণ মানুষ গুলো হা হুতাশ করছে অতিষ্ঠ হয়ে।
দিনে দিনে সমাজ আরো নিম্ন মুখি যাচ্ছে। অন্যায়,অপরাধ মুলক কাজের গতি বৃদ্ধি পাচ্ছে। কমার কোন লক্ষন দেখা যাচ্ছে না। আজ এখানে তো কাল ওখানে। আজকে এক জেলায়, কালকে আরেক জেলায়। এক খবর শেষ হতে না হতেই আরেক খবর হাজির হচ্ছে আমাদের সামনে।
এহেন পরিস্হিতিতে এই সমাজকে বাঁচাতে হলে প্রয়োজন মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলা। দ্বীনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। আল্লাহর ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া।
আজ যদি মানুষ ধর্মীয় অনুশাসন পুরোপুরি মেনে চলে। মহান আল্লাহর ভয় আনয়ন করে, নিঃসন্দেহে সে অপরাধ মুলক কাজ থেকে বিরত থাকতে পারবে। তার দ্বারা আর অন্যায় কাজ হবে না।
এই সমাজের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা আল্লাহর হুকুম না মানার কারণে। মানুষ যদি আল্লাহকে ভয় করত, তাহলে সমাজের এই অবস্হা থাকত না। মানুষ যদি ধর্মীয় অনুশাসন মেনে চলত, তাহলে আর কোনদিন এরকম ঘটনা ঘটতনা।
এ কারণে মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলার ব্যাপারে আহবান করতে হবে। মানুষ যেন আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করতে পারে, সে ব্যাপারে দাওয়াত এর কাজ করা দরকার। মানুষকে ধর্মীয় অনুশাসন মানার জন্য উৎসাহিত করা চাই।
আজ পাড়ায় পাড়ায় মসজিদ গড়ে উঠেছে। ফোরকানিয়া মক্তব। বিভিন্ন এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে।সেখানে আলেম উলামা রয়েছে।
এখন প্রয়োজন সর্বস্তরের মানুষকে উলামায় কেরামের মাধ্যমে আহবান করা। মহান আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা।
আলেমগণ যদি আওয়াজ তোলে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এমনি ভাবে সামাজিক নেতৃবৃন্দ এবং আলেমগণের সমন্বয়ে যদি এক হয়ে সকলেই সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসেন। তাহলে সমাজের এই অবস্হা থেকে পরিত্রান পাওয়া যাবে বলে আশা করা যায়।
টাইমস বিডি টোয়েন্টিফোর ডটকম